পেছন থেকে ধাক্কা; নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৫
জেলা পুলিস সুপার মহেন্দ্র পণ্ডিত সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিহত পাঁচ জনের মধ্যে রয়েছেন বাসের চালক, খালাসি ও ৩ যাত্রী। এরা ঘটনাস্থলেই মারা যান
নিজস্ব প্রতিবেদন: গভীর রাতে যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা মারল অন্য একটি বাস। প্রবল সেই ধাক্কায় রাস্তার পাশে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাসটি। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩৫ জন মারাত্মক জখম।
আরও পড়ুন-চিন-আমেরিকা ঠান্ডা লড়াই করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস' মত অর্থনীতিবিদের
বুধবার রাত একটা নাগাদ ভয়ঙ্কর ওই দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের নান্দুরবারে। দুর্ঘটনাস্থলটি নাসিক থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে। বাসটি মালকাপুর থেকে গুজরাটের সুরাটের দিকে যাচ্ছিল। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়ে। আহতদের কয়েক জনের আঘাত গুরুতর।
আরও পড়ুন-ট্রাম্পের অ্যাকাউন্ট চিনের ব্যাঙ্কে!
জেলা পুলিস সুপার মহেন্দ্র পণ্ডিত সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিহত পাঁচ জনের মধ্যে রয়েছেন বাসের চালক, খালাসি ও ৩ যাত্রী। এরা ঘটনাস্থলেই মারা যান। আহত ৩৫ যাত্রীকে নান্দুবারের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিসের একটি দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে।