ISI এজেন্ট সন্দেহে সুরাট থেকে ধৃত ১
ISI চর সন্দেহে এক ব্যক্তিকে গুজরাতের সুরাট থেকে গ্রেফতার করল ATS। গোয়েন্দা বিভাগের তরফে জানানো হয়েছে গত মাসে মুম্বই থেকে যে দু`জনকে ISI চর সন্দেহে গ্রেফতার করা হয়েছিল, তাদের সঙ্গে যোগ রয়েছে ধৃতের। তার ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে।
ওয়েব ডেস্ক : ISI চর সন্দেহে এক ব্যক্তিকে গুজরাতের সুরাট থেকে গ্রেফতার করল ATS। গোয়েন্দা বিভাগের তরফে জানানো হয়েছে গত মাসে মুম্বই থেকে যে দু'জনকে ISI চর সন্দেহে গ্রেফতার করা হয়েছিল, তাদের সঙ্গে যোগ রয়েছে ধৃতের। তার ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে।
ATS-এর পক্ষ থেকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখা হচ্ছে তার সঙ্গে ISI-এর প্রত্যক্ষ না পরোক্ষ যোগ রয়েছে।
গুজরাত পুলিস জানিয়েছে, মে মাসে ধরা পড়া ISI এজেন্টরাও রাজকোট সংলগ্ন ধোরাজি এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে মুম্বইতে গিয়ে ব্যবসা শুরু করে তারা। সেখানেই ISI-এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে ওই দুই ব্যবসায়ী। তদন্তে নেমে পুলিস আরও জানতে পেরেছে, ওই দুই ISI এজেন্টের অ্যাকাউন্টে বেশ কয়েকবার টাকা লেনদেন করে সুরাটের ওই ব্যবসায়ী।
আরও পড়ুন- ভারতীয় ভূখণ্ডের ওপর চিনা হেলিকপ্টার