ওয়েব ডেস্ক : আজ থেকে সস্তা হচ্ছে অনলাইনে ট্রেনের টিকিট কাটা। সৌজন্যে নোট বাতিল। অর্থমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেবিট কার্ডে লাগু হবে না কোনওরকম সার্ভিস চার্জ। এরফলে অনলাইনে IRCTC-মাধ্যমে টিকিট কাটা সস্তা হয়ে যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যাশলেস ইকোনমিকে উত্সাহ দেওয়ার জন্য বাতিল করে দেওয়া হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। ৮ নভেম্বর রাতে মোদীর সেই ঘোষণার পর থেকে ভোগান্তির হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য নানারকম পন্থা নিয়েছে সরকার। যার মধ্যে নয়া সংযোজন এই সার্ভিস চার্জ বাতিল। আজ ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম।


এর আগে IRCTC-র মাধ্যমে অনলাইনে টিকিট কাটলে স্লিপার ক্লাসের টিকিটে ২০ টাকা ও এসি কামরায় টিকিটের উপর ৪০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হত।



পড়ুন, ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেবিট কার্ড ব্যবহারে কোনও সার্ভিস চার্জ নয় : অর্থমন্ত্রক