ওয়েব ডেস্ক : গুঞ্জন উঠেছিল অনেকদিন ধরেই। এত দেনায় কী করে চালানো যাবে সংস্থা? তাই সংস্থাটি বাঁচাতে তা বেসরকারি করণের বিষয়ে চাপ দেওয়া শুরু হয়। অবশেষে আজ সেই দাবিতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রায় ৫২ হাজার কোটি টাকা দেনার বোঝায় রয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী বছর ১ এপ্রিল থেকে পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয় সরকারি তরফে। এই পরিস্থিতিতে টাকা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কেনার ব্যাপারে প্রথমিক সম্মতি দিয়েছে বলে সূত্রের খবর।


আরও পড়ুন- প্যান কার্ডের আবেদনের সময় বাধ্যতামূলক হল আধার


আজ ছিল কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক। বৈঠকে এয়ার ইন্ডিয়াকে বিক্রির বিষয়ে মিলল সবুজ সংকেত।


রাষ্ট্রায়ত্ব এই বিমান সংস্থাটির একাধিক দেশে বিমান রাখার ব্যবস্থা আছে। রয়েছে উন্নত মানের বিমানও। কিন্তু, বিপুল এই দেনায় পড় কার্যত বন্ধ হওয়ার মুখে এয়ার ইন্ডিয়া।