নিজস্ব প্রতিবেদন: ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিলগ্নিকরণের সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তেল বিপণনকারী সংস্থা বিপিসিএল, জাহাজ সংস্থা এসসিআই ও অনল্যান্ড মুভার কনকরের অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের দ্বিতীয় বৃহত্তম তেলবিপণনকারী সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্প লিমিটেডে (BPCL)  ৫৩.২৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে সরকারের। গোটাটাই বিলগ্নিকরণের অনুমোদন দিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা। সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, বিপিসিএলে সরকারের ৫৩.২৯ অংশ ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বিপিসিএলের সঙ্গে যুক্ত নুমালিগড় তৈল শোধনাগার ছাড়া হচ্ছে না। সেখানে সরকারে অংশীদারিত্ব রয়েছে ৬১ শতাংশ। সীতারমন স্পষ্ট করেন, বিপিসিএল বিলগ্নিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নুমালিগড় তৈল শোধনাগার থাকছে সরকারের হাতেই।



এর পাশাপাশি শিপিং কর্পোরেশন ইন্ডিয়ার (SCI) ৫৩.৭৫ শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছে সরকার। ওই সংস্থায় সরকারের অংশ ৬৩.৭৫ শতাংশ। কন্টেনার কর্প ইন্ডিয়ার (Concor) ৩০.৯ শতাংশ শেয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই সংস্থায় বর্তমানে সরকারের অংশীদারিত্ব ৫৪.৫০ শতাংশ। টিএইচডিসি ও নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্প লিমিটেডের গোটা অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হচ্ছে এনটিপিসি লিমিটেডকে। 



আর একটি রাষ্ট্রায়ত্ব তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে সরকারের অংশীদারিত্ব ৫১ শতাংশের নীচে করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে সংস্থার ব্যবস্থপনার নিয়ন্ত্রণ রেখে দিচ্ছে সরকার। ওই সংস্থায় বর্তমানে সরকারের অংশীদারিত্ব ৫১.৫ শতাংশ। রাষ্ট্রায়ত্ব সংস্থা এলআইসি-র রয়েছে ২৫.৯ শতাংশ অংশীদারিত্ব।


আরও পড়ুন- পারফরম্যান্সে জোর, রেল বোর্ড থেকে ৫০ জন বাবুকে এক ধাক্কায় সরাল মন্ত্রক