নিজস্ব প্রতিবেদন: দেশে ৭৫টি নতুন মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর সঙ্গে  এমবিবিএসে ১৫ হাজারেরও বেশি নতুন আসন তৈরি হবে। এর পাশাপাশি দেশের বাজারে লগ্নি টানতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে একাধিক ক্ষেত্রে নীতিমালা শিথিল করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে চিকিত্সা শিক্ষায় নজর মোদী সরকারের। বাজেট পেশের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার স্বাস্থ্যশিক্ষা পরিকাঠামোয় বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশে যেসব জায়গায় মেডিক্যাল কলেজ নেই, মূলত সেখানেই নতুন কলেজগুলি গড়ে তোলা হয়েছে। তিন বছরের টার্গেট রেখেছে কেন্দ্র। ২০২০-২১ সালের মধ্যে নির্মাণ করা হবে ৭৫টি মেডিক্যাল কলেজ। খরচ পড়বে ২৪ হাজার কোটি টাকা। প্রকাশ জাভড়েকর জানান, দেশের যেসব প্রান্তে মেডিক্যাল কলেজ নেই, সেখানে নতুন কলেজ নির্মাণ করা হবে।         



সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবা দিতে ৭৫টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। জেলা হাসপাতালগুলিকে উন্নীত করা হবে মেডিক্যাল কলেজে। এর ফলে ডাক্তারদের সংখ্যা বাড়বে। সহজলভ্য হবে চিকিত্সা শিক্ষা। ৩০০ বেড হয়েছে এমন জেলা হাসপাতালগুলিকে প্রাধান্য দেওয়া হবে।


আখ চাষিদের জন্যেও বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেছেন জাভড়েকর। তিনি জানান, প্রায় ৬০ লক্ষ টন চিনি রফতানি করা হবে চলতি অর্থবর্ষে। 



অর্থনীতিতে জোয়ার আনতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছে মোদী সরকার। তাই বিদেশি বিনিয়োগ বিধিতে একাধিক শিথিলতার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 


আরও পড়ুন- ৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ কর দেওয়ার প্রস্তাব কেন্দ্রের প্যানেলের