আর্থিক প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বিলে অনুমোদন মন্ত্রিসভার
ঋণখেলাপকারীদের বাগে আনতে বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার।
নিজস্ব প্রতিবেদন: চোর পালালে বুদ্ধি বাড়ে। ঋণখেলাপকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য Fugitive Economic Offenders বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
১১,৪০০ কোটি টাকার ঋণ শোধ না করে বিদেশে পালিয়েছেন নীরব মোদী। এরপরই কড়া আইন আনার কথা ভাবনাচিন্তা শুরু করে সরকার। আগামী ৫ মার্চ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
১০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে দেশ ছাড়লে এই প্রযোজ্য হবে এই আইন। ঋণখেলাপকারীদের দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাঁদের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ শোধ করা হবে। আর্থিক তছরূপের মামলায় এই ধরনের ঋণখেলাপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কথায়, পলায়নকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাতে যোগ করা হবে বেনামি সম্পত্তিও। এমনকি বিদেশেও ওই ব্যক্তির সম্পত্তি যাতে বাজেয়াপ্ত করা যায়, তার সংস্থানও রয়েছে। এজন্য সংশ্লিষ্ট দেশের সহযোগিতা লাগবে।
আরও পড়ুন- প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলে টেনে নাগাল্যান্ডে অ্যাডভান্টেজ বিজেপি