ওয়েব ডেস্ক: রবিবার মন্ত্রিসভার রদবদল। বিস্তর জল্পনার পর চূড়ান্ত হল মন্ত্রীদের নাম। মন্ত্রিসভায় আসছেন ৯ নতুন মুখ। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 এএনআই সূত্রে খবর, রবিবার নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন অশ্বিনী কুমার চৌবে, শিব প্রতাপ শুক্লা, বীরেন্দ্র কুমার, অনন্ত কুমার হেগড়ে ও রাজ কুমার সিং। 



এরইসঙ্গে শপথ নেবেন হরদীপ সিং পুরি, গজেন্দ্র সিং শেখাওয়াত, সত্যপাল সিং ও আলফোনস কান্নানথানাম।   



 বিহারের বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চৌবে, বীরেন্দ্র কুমার মধ্যপ্রদেশের ও শিব প্রতাপ শুক্লা উত্তর প্রদেশের সাংসদ। 



নতুন মুখরা কোন মন্ত্রক পাবেন, তা এখনও জানানো হয়নি। নতুন মুখ ছাড়াও মন্ত্রকের রদবদলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন ৭ জন মন্ত্রী- রাজীব প্রতাপ রুডি, সঞ্জীব বালিয়াঁ, ফগ্গন লিং কুলস্তে, কলরাজ মিশ্র, মহেন্দ্র নাথ পাণ্ডে, উমা ভারতী ও বন্দারু দত্তাত্রেয়।


পর পর কয়েকটি রেল দুর্ঘটনার পর পদ ছাড়তে চেয়েছিলেন সুরেশ প্রভু। মোদী তাঁকে কয়েকটা দিন অপেক্ষা করে ‌যেতে বলেন। শোনা ‌যাচ্ছে, সুরেশ প্রভুর জায়গায় আসতে পারেন প্রকাশ জাভড়েকর। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আনা হতে পারে মহারাষ্ট্রের নেতা বিনয় সহস্রবুদ্ধিকে। রেলমন্ত্রকে নিতিন গডকড়ীর কথাও ভাবা হয়েছিল। কিন্তু পরিবহণ মন্ত্রকে গডকড়ীর কাজে খুশি নরেন্দ্র মোদী। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও পেতে পারেন নতুন মন্ত্রক। 


মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন অরুণ জেটলি। গুরুত্বপূর্ণ এই মন্ত্রকটি অমিত শাহকে দেওয়ার চিন্তাভাবনা ছিল বিজেপির। তবে অমিত মন্ত্রী হতে নারাজ। তিনি সংগঠনের কাজই করে ‌যেতে চান।


আরও পড়ুন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণের অনুষ্ঠানে ডাক না পেয়ে স্তম্ভিত শিবসেনা প্রধান!