কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, পদত্যাগ বাবুল সুপ্রিয় থেকে শিক্ষা-স্বাস্থ্যমন্ত্রীর
গেরুয়ার শিবিরের প্রথম মন্ত্রিসভার পরিবর্তন।
নিজস্ব প্রতিবেদন: বুধবার হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। তার আগে জমা পড়ল একগুচ্ছ ইস্তফা। পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী থেকে স্বাস্থ্য মন্ত্রী। গেরুয়ার শিবিরের প্রথম মন্ত্রিসভার পরিবর্তন। মোট ৪৩ জন মন্ত্রী শপথ নেবেন আজ (বুধবার)।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া ও দানবে রাওসাহেব পাটিল। তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী ছিলেন। পদত্যাগ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে। অন্যদিকে,কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সন্তোষ গঙ্গোয়ার। তিনি শ্রমমন্ত্রীর পদে ছিলেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন। আসানসোলের সাংসদ তথা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় পদত্যাগ করলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দেবশ্রী চৌধুরীকেও ইস্তফা দিতে বলা হয়েছে। ইনি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে ছিলেন।