‘ক্যানসার পূর্ব জন্মের পাপের ফল’, মন্তব্য অসম স্বাস্থ্যমন্ত্রীর
গত জন্মের কর্মের সঙ্গে এ জন্মের যন্ত্রণার যোগ রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: পূর্ব জন্মের পাপের ফল নাকি ক্যানসার- একজন নেতার দলবদল হলে এমন ভোল বদলও হয়!
অসমের স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ক্যানসার-উবাচে দেশজুড়ে এখন সমালোচনার ঝড়। সম্প্রতি নতুন শিক্ষকদের নিয়োগপত্র দেওয়ার অনুষ্ঠানে হেমন্ত বিশ্বশর্মা বলেন, "ফাঁকি দিলেই পাপ হয়। ক্যানসারের মতো মারণ রোগ কেন হয় জানেন? পূর্ব জন্মের পাপের ফলেই ক্যান্সার হয়। এর পিছনে আর অন্য কোনও কারণ নেই।" শুধু এই বলেই থেমে থাকেননি বিশ্বশর্মা। এই বিজেপি নেতার কথায়, "আমরা পাপ করলে ভগবান আমাদের শাস্তি দেন। কখনও শোনা যায়, এক তরুণের ক্যানসার হয়েছে। একটু যাচাই করে দেখবেন, এটা কেবলই ডিভাইন জাস্টিস, ঈশ্বরের বিচার। পাপের ফল ভোগ করতেই হবে।" এই প্রসঙ্গের রেশ টেনেই তিনি আরও বলেন, ‘কখনও দেখা যায় বাবা-মা নিশ্চয়ই পূর্বজন্মে কোনও পাপ করেছেন, তারই ফল ভোগ করতে হচ্ছে তরুণকে। ঈশ্বরের বিচার থেকে কেউ রেহাই পাবে না।'
আরও পড়ুন: জোরালো ভূমিকম্পের আশঙ্কা উত্তরাখণ্ডে
রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রী হয়ে হেমন্ত বিশ্বশর্মার মুখে এমন 'অমৃতবাণী' শুনে অবাক হয়েছে সব মহলই। সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় বইছে। তবে, কংগ্রেস এই মন্তব্যের পিছনে হিন্দুত্বের রাজনীতি দেখছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম টুইটে জানান, দল ছাড়ার পর একজন মানুষের কী ধরনের মানসিকতার পরিবর্তন আসতে পারে, এটা তারই প্রমাণ।’
প্রসঙ্গত, ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হেমন্ত বিশ্বশর্মা। চিদাম্বরমের পাল্টা টুইটে হেমন্ত বলেন, "হিন্দু ধর্ম কর্মফলে বিশ্বাসী। সেটাই শুধু বলতে চেয়েছিলাম। গত জন্মের কর্মের সঙ্গে এ জন্মের যন্ত্রণার যোগ রয়েছে।"
আরও পড়ুন: বাড়িতে ডেকে অধস্তন কর্মীর মেয়েকে ধর্ষণ, গ্রেফতার সেনা বাহিনীর কর্নেল
হেমন্ত বিশ্বশর্মার মন্তব্যের কড়া প্রতিবাদ করেছে অসম কংগ্রেস। কংগ্রেসের দাবি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য অনেক পরিবারকে আঘাত করেছে। যাঁরা নিজের কাউকে এই মারণ রোগের কামড়ে হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের উচিত স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা। যদিও এই নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।