নিজস্ব প্রতিবেদন : বসতি এলাকায় চিতাবাঘের হামলায় আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। হামলার ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সোশাল মিডিয়াতে পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, চিতাবাঘটি প্রথমে ইন্দোরের পালহার নগর এলাকার একটি হাউজিং-এর একটি নির্মীয়মান বাড়িতে ঢুকে পড়ে। সেখান থেকে তাড়া খেয়ে ফের অন্য একটি আবাসনে গিয়ে ঢোকে চিতাবাঘটি। খবর যায় বন দফতরে। প্রায় তিনঘণ্টা ধরে ওই আবাসনে চিতাবাঘটি ঘাপটি মেরে থাকার পর, সেটিকে উদ্ধার করতে গেলে তা ঝাঁপিয়ে পড়ে বনকর্মীদের ওপর। ঘটনায় আহত হন ২ বনকর্মী ও একজন সিভিক ভলেন্টিয়ার।


আরও পড়ুন- দেশের সবথেকে ধনী আঞ্চলিক দল সমাজবাদী পার্টি


কোনওভাবেই কাবু করতে না পেরে অবশেষে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়। পরে চিতাবাঘটিকে খাঁচায় বন্দি করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।


 



প্রসঙ্গত, গতমাসে উত্তরপ্রদেশের লক্ষ্মীমপুরে একইরকমভাবে একটি চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়েছিল। আতঙ্ক ছড়িয়েছিল এলাকাবাসীর মধ্যে।