ওয়েব ডেস্ক: দুর্নীতির অভি‌যোগে প্রাক্তন পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজনের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। পদের অপব্যবহারের অভি‌যোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিন দিল্লি, কলকাতা, চেন্নাই, রাঁচি ও ওডিশার সুন্দরগড়ে তল্লাশি চালান গোয়েন্দারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় প্রাক্তন পরিবেশমন্ত্রীর বিরুদ্ধে পদের অপব্যবহার ও অপরাধমূলক ষড়‌যন্ত্রের অভি‌যোগে মামলা দায়ের করেছে সিবিআই। পাশাপাশি ইলেকট্রোস্টিল কাস্টিং লিমিটেড এবং ওই সংস্থার তৎকালীন ম্যানেজিং ডিরেকটর উমঙ্গ কেজরিওয়ালের ও অন্যান্যদের বিরুদ্ধে একই ধারায় এফআইআর করা হয়েছে। 





ঘটনাটি ২০১২ সালের। ঝাড়খণ্ডের সিংভূমে বন সংরক্ষণ আইন ভেঙে ইলেকট্রোস্টিলকে খনিজ তোলার অনুমোদন দেওয়ার অভি‌যোগ উঠেছিল জয়ন্তী নটরাজনের বিরুদ্ধে। তাঁর পূর্বসূরী জয়রাম রমেশ ওই প্রকল্পে অনুমোদন দেননি। সেই মামলার তদন্ত করছে সিবিআই।


 আরও পড়ুন, দুর্গাকে নিয়ে বিতর্কিত বিজ্ঞাপন, জাভেদ হাবিবের দোকানে ভাঙচুর