ওয়েব ডেস্ক: সারদা ছাড়া অন্য কোনও বেআইনি অর্থলগ্নি সংস্থার ব্যবসা নিয়ে তদন্ত করতে চাইছে না সিবিআই। আজ সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছে তারা। সারদা-সহ অন্যান্য চিটফান্ডের বিরুদ্ধে তদন্তের জন্য ২০১৩ সালের ৯ মে সিবিআই-কে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।


সিবিআই-এর দাবি, পরিকাঠামো ও লোকবলের অভাবে দেশজুড়ে ৪০টির বেশি সংস্থার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টেই আবেদন জানিয়েছে তারা। সিবিআই চাইছে সারদা বাদে অন্য চিটফান্ডগুলির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্যের পুলিসই তদন্ত করুক। এমাসের সাতাশ তারিখ সিবিআইয়ের আর্জির শুনানি হবে সুপ্রিম কোর্টে।