ওয়েব ডেস্ক: প্রভাবশালী তত্ত্বেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করল সিবিআই। প্রশ্ন তোলা হল তৃণমূল সাংসদের অসুস্থতা নিয়েও। ওড়িশা হাইকোর্টে জোরালো যুক্তি পেশ করলেন সিবিআই-এর আইনজীবী। ১৫ মে রায় দেবে আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন ঠেকাতে সবচেয়ে দুঁদে যোদ্ধাকে নামিয়ে দিল সিবিআই। ওড়িশা হাইকোর্টে সওয়াল করলেন কে রাঘবুচারুলু। হাতিয়ার সেই পুরনো। চার্জশিট হয়ে গেছে। জেরায় নতুন কিছু জানারও নেই। এই যুক্তিতেই জামিনেই আবেদন করেন সুদীপের আইনজীবী। সোমবার এজলাসে জবাব তৈরি করেই এসেছিলেন সিবিআই আইনজীবী। সিবিআইয়ের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। খোদ মুখ্যমন্ত্রী তাঁকে দেখতে আসেন। শুধু তাই নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করায় সিবিআই-এর এসপির বিরুদ্ধে দুটি থানায় জেনারেল ডায়রিও হয়েছে।



সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করেও জামিন চেয়েছেন তাঁর আইনজীলী। তা নিয়েও প্রশ্ন তোলেন সিবিআই-এর আইনজীবী। সিবিআই-এর যুক্তি, হাসপাতালের সুইটে রয়েছেন তৃণমূল সাংসদ। এখন পর্যন্ত হাসপাতালের মোট বিল হয়েছে চোদ্দ লক্ষ টাকা। তার মধ্যে এগারো লক্ষ টাকাই কেবিন ভাড়া। সুদীপকে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট ছাড়া কোনও ডাক্তার দেখেননি। সামান্যই ওষুধ খেয়েছেন সুদীপ। তাহলে তাঁর কেমন অসুখ? প্রশ্ন সিবিআই-এর।



যুক্তিজাল শুধু নয়, হাসপাতালে বেশ কিছু প্রমাণও পেশ করে সিবিআই। বেশ কিছু ফোটোগ্রাফ তুলে ধরে আইনজীবীর দাবি করেন, গৌতম কুণ্ডুর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা এই ছবিগুলিতেই পরিষ্কার। সিবিআই-এর দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়েছেন ১৫ জন। তার মধ্যে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুও রয়েছেন। (আরও পড়ুন- পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন লালুপ্রসাদ যাদব)