নিজস্ব প্রতিবেদন: সিবিএসসিই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরে পরীক্ষার নয়া নির্ঘণ্ট ঘোষণা করলেন শিক্ষা সচিব অনিল স্বরূপ। জানালেন, ২৫ এপ্রিল হতে চলেছে দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা। তবে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১৫ দিনের মধ্যেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ফের নেওয়া হলেও তা হবে শুধু দিল্লি, এনসিআই ও হরিয়ানাতেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রয়োজন হলে জুলাইয়ে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হতে পারে শুধুমাত্র দিল্লি, এনসিআর ও হরিয়ানায়। ফলে দিল্লি ও হরিয়ানার বাইরের পড়ুয়াদের আর অঙ্ক পরীক্ষা দিতে হবে না। কিন্তু দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা হবে সব রাজ্যেই।


শিক্ষা সচিব জানিয়েছেন,''দশম শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সীমাবদ্ধ থেকেছে শুধুমাত্র দিল্লি ও হরিয়ানায়। যদি ফের পরীক্ষা নেওয়া হয় তাহলে দিল্লি ও হরিয়ানাতেই হতে পারে। এব্যাপারে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর পুনরায় পরীক্ষা হলে তা হবে জুলাইয়ে।''