হোয়াটসঅ্যাপে ফাঁস সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র
দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়ার।
নিজস্ব প্রতিবেদন: সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হল হোয়াটসঅ্যাপে। দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, সিবিএসই অ্যাকাউন্টেন্সির দ্বিতীয় সেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত পরীক্ষা বাতিল ঘোষণার কোনও খবর মেলেনি।
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মনীশ সিসোদিয়া। টুইটারে তিনি লিখেছেন,''বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছি শিক্ষা দফতরের আধিকারিকদের। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে, যাতে কারও দায়িত্বজ্ঞানহীনতার জন্য পরিশ্রমী পড়ুয়ারা সমস্যায় না পড়েন।''
গত ৫ মার্চ থেকে শুরু হয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।