নিজস্ব প্রতিবেদন: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে ১২০টির বেশি যুদ্ধজাহাজ। ওই অঞ্চলের গুরুত্ব বুঝে এমন পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেনারেল রাওয়াতের অভিমত,''এই অঞ্চলের অধিকাংশ দেশই অর্থনৈতিক লাভের আশা করছে। সে কারণে যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে সক্রিয় তারা। সামুদ্রিক অর্থনীতির লাভ ঘরে তুলতে পরিকাঠামো দরকার। এই অঞ্চলের শক্তিগুলি ও অতিরিক্ত শক্তগুলি নতুন করে পরিকাঠামোয় বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে। ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে শুরু করেছে তারা।''


'বিশ্ব নিয়ন্ত্রণের জন্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিযোগিতা' শীর্ষক এক আলোচনা সভায় বিপিন রাওয়াত বলেন,'বর্তমানে ভারত মহাসাগরে বিভিন্ন মিশনে ১২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।' চিন যে ওই অঞ্চলে প্রভাব খাটানোর চেষ্টা করছে তাও স্পষ্ট করেছেন রাওয়াত। তাঁর কথায়,'এই অঞ্চলে সাম্প্রতিককালে চিনের অর্থনীতি ও সামরিক শক্তি বাড়ায় প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত এই অঞ্চল শান্তিপূর্ণই রয়েছে।'          


ভবিষ্যতের কথা মাথায় রেখে সকলে মিলে কাজ করা উচিত বলেও মনে করেন রাওয়াত। তাঁর কথায়,'একা চলার চেয়ে সব দেশ মিলে একসঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। রাষ্ট্র-বহির্ভূত শক্তিগুলি সরকার ও দেশের নিরাপত্তার পক্ষে এখন ভীতির কারণ। শান্তিরক্ষায় সমুদ্র অঞ্চলে যোগাযোগ অত্যন্ত আবশ্যক।'