ওয়েব ডেস্ক : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান। ফের অশান্তি জম্মু-কাশ্মীরের পুঞ্চে। জানা গেছে, ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের তরফে ছোট অস্ত্র, অটোমেটিক রাইফেল, বিরাশি মিমি ও একশো কুড়ি মিমি মর্টার হামলা করা হয়। ভারতের সেনা পোস্টগুলি থেকেও চলছে লাগাতার পাল্টা জবাব। গতকাল রাত থেকেই চলছে দুপক্ষের গুলির লড়াই। থমথমে সীমান্ত লাগোয়া গ্রামগুলি। গ্রামগুলি থেকে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ঘটনায় ১ নিরীহ গ্রামবাসী জখমও হয়েছেন।


আরও পড়ুন, ভূস্বর্গে সন্ত্রাসের পিছনে কি পাক টাকা? ২২ জায়গায় NIA-র তল্লাসি অভিযান