ওয়েব ডেস্ক:  শনিবার সকালে পুলওয়ামায় পুলিশ লাইনে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে সিআরপিএফ সহ ৮ নিরাপত্তা কর্মীর। আর এদিনই রাজৌরির সুন্দরবনিতে বিনা প্ররোচনায় প্রবল গোলাগুলি করল পাক রেঞ্জাররা। পালটা গুলি চালিয়েছে বিএসএফও। এখনও প‌র্যন্ত পাওয়া খবর অনু‌যায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছে ৩ পাক রেঞ্জার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিএসএফের এক মুখপাত্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শনিবার রাজৌরি জেলার সুন্দরবনির দেওরা গ্রামে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক রেঞ্জাররা। ভারতীয় পোস্ট লক্ষ্য করে ৮১ এমএম ও ৫১ এমএম মর্টার ছোঁড়া হয়। জবাবে পালটা গুলি চালায় বিএসএফ। ওই গুলিতে মৃত্যু হয়েছে ৩ পাক রেঞ্জারের। এদিন দুপুরে জম্মুর পারগাওয়াল এলাকাতেও গোলাগুলি করে পাকিস্তান।


উল্লেখ্য, এবছর বহুবার ‌যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। পাক গুলিতে শহিদ হয়েছেন একাধিক সেনা জওয়ান। গতকালই জম্মুর আরএস পুরা সেক্টরে আরনিয়া এলাকায় বিএসএফ পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জাররা। ওই গুলিতে আহত হন কে কে আপ্পা রাও নামে এক বিএসএফ জওয়ান।


অারও পড়ুন-রাম রহিমের পর ডেরার প্রধান কে? জল্পনা তুঙ্গে