ওয়েব ডেস্ক: উপবাস আর প্রার্থনার পবিত্র রমজান মাস পেরিয়েছে। আজ খুশির ইদ। হিজরি ক্যালেন্ডারের শালওয়াল মাসের প্রথম দিন, অর্থাত্‍ আজকের দিনটিতে বিশ্বজুড়ে ইদ-উল-ফিতর পালিত হয়। সুর্যোদয়ের আগে ফজরের নমাজ পড়েন ইসলাম বিশ্বাসীরা। তারপর স্নান করে নতুন পোশাক পড়ে হাল্কা নাস্তা। এরপর ইদের বিশেষ নমাজ। সাধারণত বড় কোনও হল বা খোলা ময়দানে সমবেতভাবে এই প্রার্থনা করা হয়। ইদের অন্যতম পালনীয় কর্তব্য হচ্ছে জাকাত বা দান। সারা বছরের আয়ের একটা ন্যূনতম অংশ এদিন গরিব মানুষকে দান করার নির্দেশ রয়েছে ইসলামে। তাই জাকাত। দিনটি খুশির। তাই এই দিন কোনও মানুষ যাতে অখুশি না থাকেন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। এই দিন উপবাস নিষিদ্ধ।