ওয়েব ডেস্ক : নোটকাণ্ডে বিরোধীদের প্রবল চাপের মুখে সুর কিছুটা নরম করল কেন্দ্র। কাল এই ইস্যুতে সর্বদল বৈঠকের ডাক দিল সরকার। আগামিকাল সকাল ১০-টায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ঘরে হবে এই বৈঠক। বৈঠকে থাকার জন্য সব সংসদীয় দলের নেতাদের ফোনে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হাতে হাত কংগ্রেস-বাম-তৃণমূলের, বিরোধীরা এক হলেও কাঁটা JPC


এর আগে আজ নোট বাতিল ইস্যুতে সংসদ ভবনের সামনে একজোট হয়ে ধরনায় বসেন বিরোধী দলের সাংসদরা। ধরনায় সামিল হয়  ADMKও। সেখানেই আঠাশে নভেম্বর দেশজুড়ে আক্রোশ দিবস  পালন করার ডাক দেওয়া হয়। সংসদের ভেতর থেকে আন্দোলনের কর্মসূচি এবার দেশজুড়ে রাস্তায় নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন বিরোধীরা। সম্ভবত এরপরেই চাপের মুখে সুর নরম করে সর্বদল বৈঠক ডাকল সরকার।