ওয়েব ডেস্ক: নোট বাতিলে আইনি রক্ষাকবচ নিতে উদ্যোগ কেন্দ্রের। আগে ভাগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করল কেন্দ্র।  কোনও মামলায়  কেন্দ্রের বক্তব্য না শুনে কোনও সিদ্ধান্ত না নিতে আর্জি জানিয়েছে কেন্দ্র। সর্বোচ্চ আদালতে আর্জি জানিয়েছে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- টাকা চাই টাকা, সারাদিন আজ শহরে টাকা নিয়ে কী হল


এদিকে, ব্যাঙ্কে পাঁচশো, হাজারের নোট জমা দিয়ে সাধারণ মানুষকে কোনও সমস্যায় পড়তে হবে না। শুধুমাত্র আড়াই লাখের ওপর জমায় নজর রাখবে আয়কর দফতর। আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। কাল মধ্যরাত পর্যন্ত পাঁচশো, হাজারের নোটে সরকারের ঘরে টাকা জমা করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। হাজার, একশো, পঞ্চাশ-সহ অন্যান্য নোটের নতুন সিরিজও বাজারে আসছে।