ওয়েব ডেস্ক: আজ তেইশে জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তী। আজই নেতাজি সংক্রান্ত বেশ কয়েকটি ফাইল প্রকাশ করছে কেন্দ্র। ন্যাশনাল আর্কাইভে তেত্রিশটি ফাইল প্রকাশ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সামনে আসতে চলেছে বহু গোপন তথ্য। এর আগে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন নেতাজি পরিবারের সদস্যরা। গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনার জন্য, বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন নেতাজি পরিবারের সদস্যরা।


গতবছর ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, নেতাজি জন্মজয়ন্তীতেই সেগুলি প্রকাশ করবে কেন্দ্র। ইতিমধ্যে কলকাতায় নেতাজি সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পর্দা সরছে কেন্দ্রের হাতে থাকা কিছু ফাইল থেকেও। এখন প্রশ্ন, সামনে আসবে কি নেতাজি মৃত্যু রহস্যের সূত্র? মিলবে কি নেতাজি সম্পর্কে বহু অজানা প্রশ্নের উত্তর?