ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতে যাচ্ছে তারা। উত্তরাখণ্ডে কী পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল মোদী সরকার, শীর্ষ আদালতে তাই তুলে ধরা হবে।


উত্তরাখণ্ড বিধানসভায় হরিশ রাওয়াত বাজেট পেশ করার সময় তাঁরই দলের বিধায়করা বিরোধিতা করেছিলেন। অথচ নিয়ম ভঙ্গ করে বাজেট পাস করা হয়। হাইকোর্টে এই যুক্তি না টিকলেও, কেন্দ্রের আশা এর যথেষ্ট তাত্পর্য রয়েছে। সুপ্রিম কোর্টে এই যুক্তি কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারবে বলেও মনে করছে সরকারপক্ষ। এমনকী অমিত শাহের বাড়িতে উত্তরাখণ্ড পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন জেটলি সহ বিজেপির শীর্ষ স্তরের নেতারা। বৈঠকে বিজেপির সব নেতাই একমত হাইকোর্টে তাঁদের কৌশলী যথেষ্ট তৈরি হয়ে যাননি। তারই খেসারত দিতে হয়েছে তাদের। সুপ্রিম কোর্টের সওয়ালে তাই আটঘাঁট বেধেই নামতে চাইছে কেন্দ্র।