ওয়েব ডেস্ক: ম্যাট্রিমনি সাইটে নজরকাড়া বিজ্ঞাপনের আড়ালে প্রতারণার ফাঁদ। বিয়ের নামে ফেক প্রোফাইল খুলে শারীরিক, মানসিক, আর্থিক প্রতারণার অভিযোগ উঠছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই ম্যাট্রিমনি সাইটগুলির জন্য বিশেষ নিয়মাবলি চালু করছে চলেছে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বরাষ্ট্র মন্ত্রক, জাতীয় মহিলা কমিশন ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে ম্যাট্রিমনি সাইটগুলির জন্য এবার নতুন গাইডলাইন আনল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আইটি দফতর। ম্যাট্রিমনি সাইট ও মোবাইল অ্যাপলিকেশনগুলির জন্য একগুচ্ছ নির্দেশ দিয়েছে কেন্দ্র।


১) রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীদের নির্দিশষ্ট শর্তাবলী দিতে হবে।


২) বৈবাহিক সম্পর্কের জন্যই রেজিস্ট্রেশন করা হচ্ছে তা নিশ্চিত করতে হবে।


৩) ব্যবহারকারী যে নিজের সম্পর্কের সঠিক তথ্য দিচ্ছেন তা যতটা সম্ভব নিশ্চিত করতে হবে।


৪) গোপনীয়তা বজায় রাখার জন্য নির্দিষ্ট পলিসি করতে হবে।


৫) ব্যবহারকারীর মোবাইল নম্বর নথিভুক্ত করে ইউজার ভেরিফিকেশন করা প্রয়োজন।


৬) ইউজারদের সঠিক পরিচয়পত্র দিতে বলতে হবে।


৭) ওয়েবসাইটি যে শুধুই বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য তা স্পষ্ট করে দিতে হবে। ডেটিং বা অশালীন বিষয়ট যে সেখানে পোস্ট করা যাবে না, তাও স্পষ্ট করে দিতে হবে হোমপেজে।


৮) প্রতারকদের বিষয় ব্যবহারকারীদের সব সময় সচেতন করতে হবে।


৯) ইউজারদের প্রতারণা অভিযোগ থাকলে তা সাইট ও প্রশাসনকে তা জানানো পরামর্শ দিতে হবে।


১০) অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট আধিকারিকের নাম যোগাযোগের নম্বর সাইটে দিতে হবে।


১১) কোন আইপি অ্যাড্রেস থেকে ইউজার লক অন করছেন  সেই ডেটা সংস্থার কাছে রাখতে হবে। অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেশনের পর এক বছর পর্যন্ত সেই ডেটা রাখতে হবে। উদ্যোগী হয়েছে সরকার। সচেতনতা প্রয়োজন আমজনতারও। তবেই রোখা যাবে বিয়ের নামে প্রতারণা।