জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি চাকরি যাঁরা করেন তাঁদের নজরে এখন অষ্টম পে কমিশনে। শোনা যাচ্ছে, ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে কর্মীদের ন্যূনতম বেতন। যার জেরে বেসিক স্যালারি হতে পারে প্রায় ৫০ হাজার টাকা। যা বর্তমানে ১৮ হাজার টাকা। ষষ্ঠ পে কমিশনে কেন্দ্র সরকারি কর্মচারীরা পেতেন ৭ হাজার টাকা। সপ্তম পে কমিশনে বৃদ্ধি পেয়ে তা হয় ১৮ হাজার টাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- AR Rahman's Divorce: 'ওর কোনও দোষ নেই, আসলে আমিই...', অবশেষে বিচ্ছেদের কারণ জানালেন রহমানের স্ত্রী সায়রা...


ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার স্টাফ সাইডের সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন এই অষ্টম পে কমিশনে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর হবে ২.৮৬। সপ্তম পে কমিশনে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে ২.৫৭, নতুন পে কমিশন এলে এই ফ্যাক্টর আরও ২৯ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। 


যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় ২.৮৬, তাহলে বেতন একলাফে ১৮৬ শতাংশ বেড়ে দাঁড়াবে ৫১,৪৮০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে শুধু চাকরিরতরাই নন, পেনশনভোগীরাও বেশি টাকা পেনশন পাবেন। মনে করা হচ্ছে, এখন ন্যূনতম পেনশন যেখানে ৯ হাজার টাকা, তা বেড়ে হবে ২৫,৭৪০ টাকা। 


আরও পড়ুন- Dev | Ghatal: শিশুমেলার বৈঠকে ধুন্ধুমার! সাংসদ দেবের সামনেই শুরু গোষ্ঠী কোন্দল, ঝরল রক্তও...


কবে আসবে অষ্টম পে কমিশন? এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্র সরকার। তবে সর্বভারতীয় নানা সংবাদমাধ্যমের খবর ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হবে। এই নভেম্বর মাসেই এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত হয়ে যায়। জোর জল্পনা, ডিসেম্বর মাসে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার বৈঠকের পরেই এই অষ্টম পে কমিশন নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)