ওয়েব ডেস্ক: কেন্দ্র কি নোট বদল বন্ধ করে দেবে? অর্থমন্ত্রকের অলিগলি অলিন্দে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। যদিও, দিল্লির সচিবালয় সূত্রে খবর, এখনই এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে নোট বদল বিধি আরও কড়া হওয়ার সম্ভাবনা। কেটে গেছে এগারো দিন। এখনও ব্যাঙ্কের সামনে লম্বা লম্বা লাইন। এই ভিড় ভাবাচ্ছে অর্থমন্ত্রককে। পাঁচশো টাকার নতুন নোট এলেই ATM-এ চাপ কমবে। নিশ্চিত দিল্লির সচিবালয়।  কিন্তু, ব্যাঙ্কে লাইন ছোট হচ্ছে না কেন? অর্থমন্ত্রক রিপোর্ট পেয়েছে নোট বদল নিয়ে দেশজুড়ে অনিয়ম চলছে। তাই আরও কঠোর হতে পারে নোট বিধি। নোট বদল নিয়ে অনিয়ম রুখতে কতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে অর্থমন্ত্রক? সচিবালয় সূত্রে খবর, নোট বদল বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নোট বদল বন্ধ করা হলে, দেশজুড়ে কী প্রতিক্রিয়া হতে পারে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করছে কেন্দ্র। অর্থমন্ত্রক সূত্রে খবর, আটই নভেম্বর নোট বাতিল ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন তিরিশে ডিসেম্বর পর্যন্ত নোট বদল করা যাবে। তাই এই সুবিধাকে পুরোপুরি খারিজ করতে পারবে না অর্থমন্ত্রক। তবে নিয়ম কঠোর হতেই পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লাইনচ্যুত ভাটিন্ডা-যোধপুর প্যাসেঞ্জার ট্রেন, আহত ১২
যে ব্যাঙ্কে গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র সেখান থেকেই ওই গ্রাহক নোট বদলাতে পারবেন। অন্য কোনও ব্যাঙ্ক থেকে নয়। এইরকম নির্দেশিকা জারির কথা ভাবছে কেন্দ্র। নোট বদলের লাইনে, নিজের লোক দাঁড় করিয়ে বহু অসাধু ব্যক্তিই নিজের কালো টাকা সাদা করাচ্ছেন। কলকাতা শহরেই চলছে টাকা সাদা করার সিন্ডিকেট। দেশের অন্যত্রও এমন কারবারের হদিশ পেয়েছে কেন্দ্র। তাই নোট নিয়মে আরও কড়াকড়ির ভাবনা। কিন্তু, তাতেও রয়েছে শঙ্কা। দেশের সিংহভাগ নাগরিকেরই কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তেমন প্রান্তিক মানুষ বেঁচে রয়েছেন নোট বদলের ভরসাতেই।নিজের অ্যাকাউন্টে নোট বদল বিধি চালু হলে প্রান্তিক মানুষগুলি যাবেন কোথায়? প্রান্তিক মানুষকে ব্যাঙ্ক পরিষেবায় আওতায় নিয়ে আসতে জনধন যোজনায় জোর দেবে কেন্দ্র। কিন্তু, জনধন অ্যাকাউন্টগুলিও যাতে কালো কারবারের মাধ্যম না হয়ে যায়, নজর রাখা হচ্ছে সেদিকেও।


আরও পড়ুন  ৩০ ডিসেম্বরের মধ্যে একবারই বদলানো যাবে পুরনো নোট!