ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীকে ব্ল্যাকমেল করে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক পরিচিতের বিরুদ্ধে। তাঁর কাছ থেকে ২ কোটি টাকা চাওয়ারও অভিযোগ উঠেছে প্রদীপ চৌহান নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- "পাকিস্তানে যাওয়া আর নরকে যাওয়া একই ব্যাপার" : মনোহর পরিক্কর


জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের স্ত্রীকে বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিলেন ওই ব্যক্তি। তাঁর কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এখানেই শেষ নয়, তাঁর কাছে ২ কোটি টাকাও দাবি করা হয়। এরপরই তিনি ও ভি কে সিং পুলিসের কাছে গোটা ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের খোঁজে তল্লাসি শুরু হয়েছে।