মৌপিয়া নন্দী, ডেপুটি এডিটর: অগ্নিপথ ক্ষোভে 'সংরক্ষণ' মলম। স্রেফ প্রতিরক্ষা মন্ত্রক সংরক্ষণ ও আরও ৫ মন্ত্রকে নিয়োগই নয়, অগ্নিবীরদের জন্য এবার একগুচ্ছ সুযোগ-সুবিধা ও অগ্রাধিকার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোথায় কোথায় অগ্রাধিকার অগ্নিবীরদের? 
-----
প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ সংরক্ষণ
----
উপকূলরক্ষী বাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ
--
CAPF অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ
---
প্রথম ২ ব্যাচে বয়েসে ছাড় পাবেন অগ্নিবীররা।
----
ওপেন স্কুলের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ
---
ব্যাঙ্ক, বিমা ও আর্থিক সংস্থায় নিয়োগে অগ্রাধিকার
-----
রাজ্য় পুলিসে নিয়োগে অগ্রাধিকার
----
ভারতীয় নৌসেনা অগ্নিবীরদের নিয়োগের সুযোগ।



এর আগে, প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ সংরক্ষণ ও আরও ৬ মন্ত্রকে অগ্নিবীরদের নিয়োগের কথা ঘোষণা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।



 


 



এদিকে দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিপথ-বিক্ষোভ অব্যাহত এখনও। বিহারের ২৪ ঘণ্টার বনধ পালন করল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এই বনধকে সমর্থন জানিয়েছে সে রাজ্যের সমস্ত বিরোধী দল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)