Agnipath Scheme: অগ্নিপথ-ক্ষোভে `সংরক্ষণ` মলম, একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
কোথায় কোথায় অগ্রাধিকার অগ্নিবীরদের? কী কী বাড়তি সুবিধা? জানানো হল বিস্তারিত।
মৌপিয়া নন্দী, ডেপুটি এডিটর: অগ্নিপথ ক্ষোভে 'সংরক্ষণ' মলম। স্রেফ প্রতিরক্ষা মন্ত্রক সংরক্ষণ ও আরও ৫ মন্ত্রকে নিয়োগই নয়, অগ্নিবীরদের জন্য এবার একগুচ্ছ সুযোগ-সুবিধা ও অগ্রাধিকার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
কোথায় কোথায় অগ্রাধিকার অগ্নিবীরদের?
-----
প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ সংরক্ষণ
----
উপকূলরক্ষী বাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ
--
CAPF অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ
---
প্রথম ২ ব্যাচে বয়েসে ছাড় পাবেন অগ্নিবীররা।
----
ওপেন স্কুলের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ
---
ব্যাঙ্ক, বিমা ও আর্থিক সংস্থায় নিয়োগে অগ্রাধিকার
-----
রাজ্য় পুলিসে নিয়োগে অগ্রাধিকার
----
ভারতীয় নৌসেনা অগ্নিবীরদের নিয়োগের সুযোগ।
এর আগে, প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ সংরক্ষণ ও আরও ৬ মন্ত্রকে অগ্নিবীরদের নিয়োগের কথা ঘোষণা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিকে দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিপথ-বিক্ষোভ অব্যাহত এখনও। বিহারের ২৪ ঘণ্টার বনধ পালন করল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এই বনধকে সমর্থন জানিয়েছে সে রাজ্যের সমস্ত বিরোধী দল।