নিজস্ব প্রতিবেদন: পঞ্চদশ বেতন কমিশন গড়ার সিদ্ধান্তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। ২০২০ সালের মধ্যে সুপারিশ পেশ করতে বলা হয়েছে কমিশনকে। নতুন বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর থেকেই বেতন বৃদ্ধির অপেক্ষায় দিন গোনা শুরু করেছেন কেন্দ্রীয় কর্মচারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী অরুণ জেটলি সংবাদমাধ্যমে বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, নতুন কমিশন গঠন করার কথা বলা হলেও ২০২০ সাল প‌র্যন্ত চতুর্দশ বেতন কমিশনের সুপারিশ বলবত্ থাকবে।


জেটলি এদিন বলেন, ১৫তম বেতন কমিশন নিয়ে শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে কেন্দ্র। কমিশনের সদস্যদেরও তাড়াতাড়ি নিয়োগ করবে সরকার। সুপারিশ তৈরি করতে সাধারণত ২ বছর সময় নিয়ে থাকে কমিশন।


প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্র। ২০১৩ সালের ২ জানুয়ারি ১৪তম বেতন কমিশন গড়া হয়েছিল। ওই কমিশনের সুপারিশ কা‌র্যকর করার সময়সীমা ২০২০ সালের ৩১ মার্চ প‌র্যন্ত।


আরও পড়ুন-'সুপারি কিলার দিয়ে খুন করিয়েছে বিজেপি', মনোজ উপাধ্যায় খুনে দাবি মন্ত্রী তপন দাশগুপ্তের