ওয়েব ডেস্ক : বয়ঃসন্ধিকালে স্কুল পড়ুয়াদের মধ্যে নীল ছবি দেখার 'আসক্তি'! হাতে হাতে স্মার্টফোন, নেট কানেকশন। সবকিছুই হাতের মুঠোয়। আর সেকারণেই যেন 'ঘুণ' ধরার মত স্কুল পড়ুয়াদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে পর্ন দেখার প্রবণতা। এবার এই 'ভয়ানক ব্যাধি' আটকাতে কড়া পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশজুড়ে পর্ন ওয়েবসাইট বন্ধ করার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে? এই মর্মে এক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। সেই পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট  জানতে চায় 'স্কুলে পর্ন বন্ধ' করতে সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? যার উত্তরে সরকারী আইনজীবী বলেন, "স্কুল ক্যাম্পাসের ভিতরেই জ্যামার লাগানো যায় কি না, সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই CBSE বোর্ডের স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।" একইসঙ্গে কেন্দ্র আজ শীর্ষ আদালতে জানায়, "এখনও পর্যন্ত ৩৫০০-এরও বেশি চাইল্ড পর্নোগ্রাফি সাইটকে ব্লক করা হয়েছে।" তবে, স্কুল ক্যাম্পাসে জ্যামার বসানো আদৌ সম্ভব কি না, তা নিয়ে ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ।


আরও পড়ুন, অনলাইন ট্রান্সফারে একধাক্কায় চার্জ কমছে ৭৫%, SBI গ্রাহকদের জন্য সুখবর