ওয়েব ডেস্ক : স্বঘোষিত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিংকে শুক্রবারই ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ২৮ অগাস্ট তার সাজা ঘোষণা করা হবে। ২০০২ সালে এক সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগেই পঞ্চকুলার বিশেষ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। এরপরই হরিয়ানা, পঞ্জাব, দিল্লির একাংশ জুড়ে ছড়িয়ে পড়ে হিংসা। রাম রহিম সিংয়ের ভক্তিদের সঙ্গে পুলিসের সংঘর্ষে মৃত্যু হয় ৩১ জনের। আজও নতুন করে সংঘর্ষ ছড়ানোর আশঙ্কায় চলছে সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ। রয়েছে আধাসেনাও। এই পরিস্থিতিতে এবার হরিয়ানা সরকারকে এই মামলার রায়দানকারী বিচারকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাজনৈতিক ফয়দা তুলতে পঞ্চকুলা হিংসায় কড়া পদক্ষেপ করেনি হরিয়ানা সরকার, বলল হাইকোর্ট


শুক্রবারের সিবিআই-এর বিশেষ আদালতে গুরমিত রাম রহিম সিংকে দোষী স্বাব্যস্ত করেন বিচারপতি জগদীপ সিং। এরপরই রাম রহিমের ভক্তরা হিংসা ছড়ায় হরিয়ানা, পঞ্জাব ও দিল্লিতে। কেন্দ্রের আশঙ্কা ভক্তরা বিচারক জগদ্বীপ সিংয়ের ওপরও হামলা চালাতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ঠিক করা হবে ওই বিচারকের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না। তবে, তার আগে পর্যন্ত রাজ্য সরকারকেই নির্দেশ দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে।