অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পিএফ-এর পুরো টাকাই এবার বহন করবে কেন্দ্র
দেশজুড়ে উপকৃত হবেন প্রায় ১ কোটি কর্মী। তবে তার জন্য কেন্দ্রের অতিরিক্ত খরচ হবে ৬ হাজার ৫০০ কোটি থেকে ১০ হাজার কোটি টাকা।
নিজস্ব প্রতিবেদন : অসংগঠিত ক্ষেত্রে নতুন কর্মীদের সুখবর দিল কেন্দ্র। ইপিএফ-এ জমা হওয়া মাসিক আয়ের ১২ শতাংশের পুরোটাই এবার থেকে দেবে সরকার। এর ফলে দেশজুড়ে উপকৃত হবেন প্রায় ১ কোটি কর্মী। তবে তার জন্য কেন্দ্রের অতিরিক্ত খরচ হবে ৬ হাজার ৫০০ কোটি থেকে ১০ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার।
তিনি বলেন, অসংগঠিত ক্ষেত্রে থাকা কর্মীদের মধ্যে অনেকেই অবসর নেওয়ার পর তাদের ভবিষ্যত্ সুরক্ষিত থাকে না। সেই সমস্যা মেটাতেই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্রথম দফায় আগামী ৩ বছর পর্যন্ত বেতনের ১২ শতাংশ নতুন কর্মীদের ইপিএফ ও পেনশন ফান্ডে জমা করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে পুরনো কর্মীরা এই সুবিধা পাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন- কর্ণাটক বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ফাঁস; বিজেপি নয়, এবার কমিশনের জেরার মুখে কংগ্রেস