ভারতে তৈরি হচ্ছে করোনার দ্বিতীয় ভ্যাকসিন, হায়দরাবাদের সংস্থাকে ছাড়পত্র কেন্দ্রের
প্রথম ও দ্বিতীয় ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-এ রক্ষা নেই, এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশে কি টিকা সংকট মিটবে? হায়দরাবাদের সংস্থা 'বায়োজিক্যাল ই' (Biological E)-কে ভ্যাকসিন তৈরির ছাড়পত্র দিল কেন্দ্র। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে চলে আসছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা দ্বিতীয় ভ্যাকসিন।
এদিন সকালে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, 'কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক হায়দরাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা বায়োলজিক্যাল ই-র সঙ্গে ৩০ কোটি ভ্যাকসিন কেনার চুক্তি পাকা করেছে। এই ভ্যাকসিনগুলি আগামী আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করে সরকারের হাতে তুলে দেবে বায়োলজিক্যাল ই নামের সংস্থাটি। স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health) অগ্রিম বাবদ সংস্থাটিকে দেড় হাজার কোটি টাকা দেবে'। বস্তত, দ্বিতীয় এই ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়াল সম্পর্ণ হয়ে গিয়েছে। ফলাফল যথেষ্ট সন্তোষজনক। এখন চূড়ান্ত ছাড়পত্র মিলেই ডিসেম্বর থেকে টিকা উত্পাদন শুরু হয়ে যাবে।
প্রসঙ্গত, করোনা টিকা হিসেবে কোভ্যাকসিন ও কোভিশিল্ডকে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতে ছাড়পত্র পেয়ে গিয়েছে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি-ও। কিন্তু ঘটনা হল, এখনও পর্যন্ত দেশীয় প্রযুক্তিতে তৈরি একমাত্র টিকা হল কোভ্যাকসিন। আর কোভিশিল্ড? অক্সফোর্ডের ফর্মুলা মেনে এই টিকা তৈরি করেছে পুণের সেরাম ইনস্টিটিউট।