নিজস্ব প্রতিবেদন: ফের লকডাউন জারি হবে না তো? সে সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে করোনা মোকাবিলায় ফের কন্টেনমেন্ট জোন চালুর করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। বুধবার জারি করা হল নয়া গাইডলাইনও। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কন্টেনমেন্ট জোনে জরুরি কাজকর্ম ছাড়া আর কিছুই করা যাবে না। বিশেষ দল গঠন করে নজরদারি চালানো হবে বাড়িতে বাড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা আতঙ্ক কমেনি এতটুকু। বরং যতদিন যাচ্ছে, আক্রান্তের সংখ্যাও যেন ততই বাড়ছে। এরইমধ্যে আনলকের প্রক্রিয়াও জারি রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্কুল-কলেজ খোলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, জনজীবন কার্যত স্বাভাবিকই। সড়কপথে সচল পরিবহণ, চলছে মেট্রো, এমনকী লোকাল ট্রেনও। একটা সময় পর্যন্ত দফায় দফায় প্রকাশ করা হচ্ছিল গাইডলাইন। প্রথম ব্যতিক্রম ঘটে অক্টোবর মাস। আনলক সিক্স নয়, সেবার আনলক ফাইভের গাইডলাইনই বহাল রাখা হয় আরও একমাস। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আনলক ফাইভের গাইডলাইন বহাল রয়েছে এখনও। ফের নয়া বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা  ছিল ৩০ নভেম্বর। কিন্তু ঘটনা হল, তার কিছুদিন আগে ফের প্রকাশ্য়ে এল নয়া গাইডলাইন।


উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রথম পর্বে গোটা দেশে মতো  রাজ্যে ও শহর কলকাতায় বেশ কয়েকটি এলাকাকে চিহ্নিত করেছিল সরকার। সংশ্লিষ্ট এলাকাগুলিকে রীতিমতো বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। স্থানীয়  বাসিন্দাদের এলাকা ছেড়ে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কিন্তু লকডাউনের কড়াকড়ি যেমন নেই, তেমনি কিন্তু এ রাজ্য থেকে কন্টেনমেন্ট জোনও উঠে গিয়েছে।  বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের নয়া গাইডলাইন যদি কার্যকর করতে হয়, তাহলে রাজ্যে আবার চালু হবে কন্টেনমেন্ট জোন। শুধু তাই নয়, সংক্রমণ ঠেকাতে কন্টেনমেন্ট জোন সংক্রান্ত যা যা নিয়ম ছিল, ফিরবে তাও।