নিজস্ব প্রতিবেদন: ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর। জিএসটি চালু হওয়ার পর দেশের ছোট ব্যবসায়ীরা ‌যে সমস্যায় পড়েছেন তা কিছুটা লাঘব হতে পারে। এমনটাই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার প্রধানমন্ত্রী বলেন, জিএসটি চালু হওয়ার পর তৈরি সমস্যা সমাধানে মন্ত্রীদের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাছে সরকার জিএসটি নিয়ে একাধিক সুপারিশ করেছে। কমিটি তা গ্রহণও করেছে। আগামী সপ্তাহেই এনিয়ে কোনও বড় ঘোষণা করতে পারে জিএসটি কাউন্সিল।


উল্লেখ্য, জিএসটি চালুর পর উদ্ভুত সমস্যা সমাধানে একধিক পরামর্শ দিয়েছে জিএসটি কাউন্সিল। আগামী সপ্তাহের ৯ ও ১০ তারিখ গুয়াহাটিতে কাউন্সিলের বৈঠক বসছে। সেখানেই কোনও সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।


প্রধানমন্ত্রী এদিন বলেন, জিএসটি নিয়ে বেশকিছু ক্ষেত্রে দেশের একাধিক রাজ্য আপত্তি তুলেছে। ওইসব সমস্যার সমাধারে জন্য বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই বিষয়টি দেখছেন। গোটা বিষয়টিকে স্বচ্ছ একটি কর ব্যবস্থায় পরিণত করার জন্য সরকার চেষ্টা করছে।


আরও পড়ুন-২০৪৭ সালের মধ্যে বিশ্বে সর্বাধিক উচ্চ ও মধ্য আয়ের দেশ হবে ভারত : বিশ্বব্যাঙ্কের সিইও