ওলন্দাজদের জন্য ৫ বছর মেয়াদের ভিসার পরিকল্পনা কেন্দ্রের
ডাচ নাগরিকদের পাঁচ বছর মেয়াদি বিজনেস ও ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ভাবছে সরকার। নেদারল্যান্ডসের হেগ শহরে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে এ কথা জানালেন নরেন্দ্র মোদী। ব্রিটেনের পর নেদারল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা সবচেয়ে বেশি। তাঁদের সামনে সরকারি নানা প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক ঘণ্টার ভাষণে মোদী বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণেই দেশের উন্নয়ন সম্ভব। সরকারের একার পক্ষে সবটা করা সম্ভব নয়। মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের কথা বারবার উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ওয়েব ডেস্ক: ডাচ নাগরিকদের পাঁচ বছর মেয়াদি বিজনেস ও ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ভাবছে সরকার। নেদারল্যান্ডসের হেগ শহরে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে এ কথা জানালেন নরেন্দ্র মোদী। ব্রিটেনের পর নেদারল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা সবচেয়ে বেশি। তাঁদের সামনে সরকারি নানা প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক ঘণ্টার ভাষণে মোদী বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণেই দেশের উন্নয়ন সম্ভব। সরকারের একার পক্ষে সবটা করা সম্ভব নয়। মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের কথা বারবার উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বায়ুকলের দেশ নেদারল্যান্ডসে তিনি জানান, তাঁর সরকার ১৭৫ গিগা ওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও দেখা করেন মোদী। মিসাইল টেকনলজি কন্ট্রোল রেজিমে ভারতকে সদস্য পদ পেতে সাহায্য করায় ডাচ প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। (আরও পড়ুন- 'সহানুভূতি' দেখিয়ে ক্যান্সার আক্রান্ত লিউ জিয়াবোকে মুক্তি দিল চিন)