নিজস্ব প্রতিবেদন: চলতি অর্থবর্ষে দেশের মোট জাতীয় উত্পাদন (জিডিপি) বৃদ্ধির হার দাঁড়াবে ৭.২ শতাংশ। গত বছরের তুলনায় বৃদ্ধির হার বেশি রেখেই অর্থবর্ষ শেষ করবে মোদী সরকার। এমনই রিপোর্ট পেশ করল কেন্দ্রের সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিস। ‘ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেটস অব ন্যাশনাল ইনকাম ২০১৮-১৯’-র আর্থিক বৃদ্ধির রূপরেখায় এমনই তথ্য উঠে এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভোটের মুখে উচ্চবর্ণের সংরক্ষণ! লাভবান হবেন কারা?


সূত্রের খবর, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই তৈরি হয়েছে ওই রিপোর্ট। গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। মোদী জমানায় গত চার বছরে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধির হার কমেছে। ২০১৫-১৬-তে ৮.২ শতাংশ, ২০১৭-১৭ –তে ৭.১ শতাংশ আর্থিক বৃদ্ধি হয়েছে। তবে, নোটবন্দির পর ২০১৭-১৮ অর্থবর্ষ সবচেয়ে স্লথগতি আর্থিক বৃদ্ধি দেখা দিয়েছে।


আরও পড়ুন- হ্যাল নিয়ে দেশকে বিভ্রান্ত করছেন রাহুল, সংসদে বললেন প্রতিরক্ষামন্ত্রী


উল্লেখ্য, সম্প্রতি আইএমএফ-র একটি রিপোর্ট বলছে, চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৭.৩ শতাংশ। চিনকেও টেক্কা দেবে বলে দাবি করা হয়েছে। মোদী সরকারের জমানায় যে জিডিপি তথ্যই হাতে আসুক না কেন, বিরোধী কটাক্ষ পিছু ছাড়ছে না। কারণ, মোদী ক্ষমতায় এসে ২০১৫ সালে জিডিপি-র পরিমাপের পদ্ধতি পাল্টে ফেলে। ২০০৪-০৫ অর্থবর্ষের বদলে ২০১১-১২ কে ভিত্তিবর্ষ ধরে বাজার দর হিসেব কষা হচ্ছে। যার ফলে অনেক ক্ষেত্রে মনমোহন সরকারের আর্থিক বৃদ্ধির হারের জোর টক্কর দিতে পারে মোদীর জমানায় বৃদ্ধির হার। এ হেন সিদ্ধান্তে ‘চোখের ধুলো’ দেওয়ার চেষ্টা বলেই কটাক্ষ বিরোধীদের।