নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে পিএমসি ব্যাঙ্ক দুর্ণীতি থেকে শিক্ষা বলা যেতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমানতারীদের টাকা সুরক্ষিত রাখার লক্ষ্যে দেশের সমবায় ব্যাঙ্কগুলিতে রিজার্ভ ব্যাঙ্কের নজরদারিতে আনার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এনিয়ে শীঘ্রই একটি অধ্যাদেশ জারি করা হবে বলে আজ সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর।


আরও পড়ুন-চূড়ান্ত আক্রোশ! সাপের বিষ দিয়েও স্ত্রীকে মারতে চেয়েছিল অমিত



জাভরেকর বলেন, গোটা দেশে শহরের ১৪৮২ ও ৫৮টি মাল্টি স্টেট  সমবায় ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৫৪০ সমবায় ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্কের নজরদারিতে আনা হবে। এতে ভরসা পাবেন দেশের ৮.৬ লাখ আমানকারী। পাশাপাশি ব্যাঙ্কে জমা থাকা তাঁদের ৪.৮৪ লাখ কোটি টাকাও সুরক্ষিত থাকবে।


আরও পড়ুন-ভরদুপুরে দুর্গাপুর সিটি সেন্টারে গুলির আওয়াজ! আসল ঘটনা সামনে আসতেই হতবাক সবাই
 
উল্লেখ্য, মহারাষ্ট্রে পঞ্জাব মহারাষ্ট্র ব্যাঙ্কে(PMC) মোট ৪৫০০ কোটি টাকা দুর্ণীতি হয়। তাতে সর্বস্বান্ত হয়েছেন বহু মানুষ। ব্যাঙ্কের এখন দেউলিয়া অবস্থা। বাধ্য হয়েই ওই ব্যাঙ্ক থেকে টাকা তোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়। মহারাষ্ট্র ছাড়াও দেশের ৬ রাজ্যে রয়েছে এই ব্যাঙ্ক। আমানতকারীদের মোট জমার পরিমাণ ছিল ১১,৬১৭ কোটি টাকা। ওই টাকা থেকে ডিএইচআইএল সংস্থাকে বিপুল টাকা বেআইনিভাবে ঋণ দিয়ে দেওয়া হয়। তাতেই বেহাল হয়ে পড়ে ব্যাঙ্ক।