জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশে মহিলাদের জীবনযাত্রার মানে প্রভূত উন্নতি হয়েছে। এর পেছনে রয়েছে বিজেপি সরকারের একাধিক জনহিতকর কর্মসূচি। হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পর এক সভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরেন্দ্র মোদী বলেন,উজ্জ্বলা যোজনা থেকে স্বাচ্ছ ভারত, কেন্দ্রের একাধিক প্রকল্পের সুফল পেয়েছেন তেলঙ্গানার মানুষ। এর ফলে গোটা দেশ ও তেলঙ্গানার মহিলাদের জীবনে পরিবর্তন বেড়েছে। দেশে মহিলাদের সংখ্যা বেড়েচ্ছে। দেশের নারী শক্তিকে রাষ্ট্রশক্তি বানানোর চেষ্টা করছে সরকার। সম্প্রতি ব্যাঙ্কে মহিলারা বেশি করে টাকা জমা বেশি দিচ্ছেন। কারণ সরকার মহিলাদের ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে। জনধন যোজনায় ১ কোটিরও বেশি অ্যাকাউন্ট খুলেছে তেলঙ্গানায়। এর অর্ধেকটাই মহিলাদের।


দেশের অর্থনীতিতে হায়দরাবাদের কথা বলতে গিয়ে মোদী বলেন, করোনাকালে ভ্যাকসিন নিয়ে তেলঙ্গানায় যে কাজ হয়েছে তার গোটা বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বড় ভূমিকা নিয়েছে। হায়দরাবাদে একটি আধুনিক সিটি বানানোর চেষ্টা করছে বিজেপি। রাজ্যে মাতৃভাষায় পড়াশোনার উপরে জোর দিচ্ছে বিজেপি সরকার।  আপনারাই বলুন এখানকার ছেলেমেয়েরা তেলগুতে যখন ইঞ্জিনায়ারিং ও মেডিক্যালে পড়াশোনা করবে তখন গ্রামীণ মানুষের উপকার হবে কিনা? গত কয়েক দশকে এখানে বহু সার কারখানা বন্ধ হয়েছে। আমরা এখানে বন্ধ সার কারখানা খোলার চেষ্টা করছি। এর ফলে সারের উপরে আমাদের নির্ভরতা কমবে। আমরা চাই এখানকার চাষীরা ফসলে ভালো লাভ পাক।


প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্য়ে কাজ করছি। আর তেলঙ্গানার উন্নয়ন বিজেপি লক্ষ্যের উপরের দিকে রয়েছে। গত ৮ বছরে দেশের সবার জীবনে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছে। উন্নয়ন দেশের প্রতিটি মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায় তার নিরন্তর চেষ্টা করে চলেছে সরকার। দেশের দলিত, বঞ্চিত, আদিবাসীদের আজ মনে হচ্ছে ভাজপা সরকার তাদের আকাঙ্ক্ষা পূরণ করছে। দেশের মহিলাদেরও মনে হচ্ছে এখন তাদের জীবন অনেক সহজ হয়েছে। সরকারের সব প্রকল্পের সুযোগ পাচ্ছেন দেশের মানুষ।


করোনার সময়ে আমাদের সরকার তেলঙ্গানার কোটি কোটি মানুষকেও দ্রুত করোনা টিকা দিয়েছে। পাশাপাশি রেশনও দেওয়া হয়েছে। এটাই সবকা সাথ সবকা বিকাশ। আমরা ভালো লাগছে বিজেপির উপরে তেলঙ্গানার মানুষের বিশ্বাস বাড়ছে। ২০১৯ সালের পর থেকে বিজেপির সমর্থন তেলঙ্গানায় বাড়ছে। গ্রেটার হায়দরাবাদের ভোটে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি। যেখানেই বিজেপি জিতেছে সেখানেই বিকাশ একলাফে বেড়েছে।


আরও পড়ুন-Exclusive: রাজনৈতিক হিংসা নিয়ে সরব মোদী, প্রধানমন্ত্রীর মুখে দু'বার বাংলার নাম!


আরও পড়ুন-স্বস্তির খবর ভারতীয় দলে, রোহিতের কোভিড রিপোর্ট নেগেটিভ, কাটল নিভৃতবাস 


আরও পড়ুন-Exclusive: লোকসভার আগে ফের বঙ্গ বিজেপিতে সক্রিয় মিঠুন, ইঙ্গিত সুকান্তর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)