ওয়েব ডেস্ক: আরও এক দফা কমতে পারে পেট্রোল ও ডিজেলের দর। জ্বালানির উপরে কেন্দ্রীয় শুল্ক কমানোর পর রাজ্যকগুলিকেও কর কমানোর জন্য চাপ দিতে শুরু করল নয়াদিল্লি। লিটার প্রতি ২ টাকা করে উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের অনুরোধ মেনে নিলে আরও কিছুটা কমতে পারে পেট্রোল-ডিজেলের দর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় পেট্রোলিয়মমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “কেন্দ্রের পথেই পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দায়িত্ব নিক রাজ্যগুলি। তারা ৫ শতাংশ ভ্যাট কমিয়ে সাধারণ মানুষের স্বস্তির ব্যবস্থা করুক।”  


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। গত সপ্তাহেই ব্যারেল পিছু ছিল ৫৯.৪৯ টাকা। অন্যদিকে টাকার অবমূল্যায়ন হচ্ছে। ফলে তেলের আমদানি খরচ বেড়ে গিয়েছে। তাল রাখতে গিয়ে ভারতীয় তেল বিপণন সংস্থাগুলিও ধাপে ধাপে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। ২০১৪ সালের নভেম্বরের পর থেকে ১১ দফায় দাম বাড়ানো হয়েছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিরোধীদের নিশানায় মোদী সরকার। চাপে পড়ে মঙ্গলবার উৎপাদন শুল্ক কমানোর কথা ঘোষণা করে কেন্দ্র। অর্থমন্ত্রকের দাবি, আম আদমিকে স্বস্তি দিতে গিয়ে সরকারি কোষাগারে ১৩ হাজার কোটি টাকার লোকসান হবে।


আরও পড়ুন, অচ্ছে দিন দূরঅস্ত, আর্থিক বৃদ্ধির লক্ষ্য কমিয়ে ইঙ্গিত আরবিআই-এর