নিজস্ব প্রতিবেদন: একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে নরেন্দ্র মোদীর সরকার। #ZeeIndiaConclave এসে জোরালভাবে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ''প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি ২০১৯ সালের লোকসভা ভোটে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া নিয়ে মোদীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন তিনি। সেই প্রেক্ষিতেই রবিশঙ্কর প্রসাদ বলেন,''অনেক বছর ধরে বিজেপির সঙ্গে রয়েছেন চন্দ্রবাবু। তাঁর সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। বিশেষ মর্যাদা নিয়ে দু'দলের বিবাদ। আমরা বলেছিলাম, অন্ধ্রপ্রদেশ অতিরিক্ত সহযোগিতা করব। তাও ওরা অনড় থাকল। এখনও বলছি, সহযোগিতা করতে রাজি।''


নীরবকাণ্ড নিয়েও মুখ খুলেছেন রবিশঙ্কর প্রসাদ। পূর্বতন সরকারের দিকে দায় ঠেলে তিনি বলেন,''মোদীর জমানায় গত ৪ বছরে কোনও ঋণ অনুত্পাদক সম্পত্তিতে পরিণত হয়নি।''


আরও পড়ুন- টিডিপি-র সঙ্গে 'ব্রেক আপে'র পর বিজেপির পাশে দাঁড়াল দাক্ষিণাত্যের দুই দল
 
শিবসেনা-বিজেপির টানাপোড়েন নিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ''এনডিএ ত্যাগ করবে না শিবসেনা। আমি বাজি রাখতে পারি।'' 


আরও পড়ুন- রামের প্রতি আমার একটা অদ্ভূত টান আছে, ভজন গেয়ে প্রমাণ করলেন ফারুক আবদুল্লা