নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্বের প্রমাণ চেয়ে রাহুল গান্ধীকে নোটিস পাঠাল স্বরাষ্ট্রসচিব। নোটিসে বলা হয়েছে, ২ সপ্তাহের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে তাঁকে। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতেই এই নোটিস। ভোটের মুখে বেকায়দায় পড়লেন রাহুল গান্ধী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



এবার ভোটে রাহুল উত্তরপ্রদেশের অমেঠী এবং কেরলের ওয়ানাড় থেকে প্রার্থী হয়েছেন। তাঁকে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের নাগরিকত্ব বিভাগের ডিরেক্টর বি সি যোশী। 
চিঠিতে সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন ২০০৩ সালে ব্রিটেনে ব্যাকঅপস লিমিটেড নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয়। তার ঠিকানা ছিল ৫১, সাউথগেট স্ট্রিট, উইনচেস্টার, হ্যাম্পশায়ার এস ও ২৩ ৯ ই এইচ। রাহুল নাকি সেই কোম্পানির ডিরেক্টর এবং সেক্রেটারি।


অভিযানে 'ইয়েতি'! রহস্যময় এই প্রাণীর অস্তিত্বের টের পেল ভারতীয় সেনাrahul 
ওই কোম্পানির জন্য  যে অ্যানুয়াল রিটার্ন দাখিল করেছিলেন রাহুল গান্ধী, তাতে তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক বলে দাবি করেছিলেন।
গামী ১৫ দিনের মধ্যে আপনার নাগরিকত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বিস্তারিত জানাতে বলা হয়েছে।