নিজস্ব প্রতিবেদন:  Zee-Invesco বিবাদে নয়া মোড়। বোর্ড মিটিং-এ Invesco-র দ্বিচারিতার পর্দাফাঁস করলেন CEO পুনীত গোয়েঙ্কা। সংস্থার প্রতিনিধি অরুণ বালোনির সঙ্গে কথা বললেন তিনি। ছিলেন OFI গ্লোবাল চিন-র ভাতোষ বাজপেয়ীও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বহুজাতিক সংস্থার নজরে জি। ZeeL-র ম্যানেজমেন্ট হাতে নিতে চায় বিদেশি বিনিয়োগকারী সংস্থা INVESCO। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদ থেকে সরাতে চায় পুনীত গোয়েঙ্কাকে। এসব নিয়ে কথা বলতে দিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না জিলের (Zeel) প্রতিষ্ঠাতা ডক্টর সুভাষ চন্দ্র। স্পষ্ট বার্তা দিয়েছিলেন,  'একটি টিভি চ্যানেল মানুষের চিন্তাভাবনা বদলে দেয়। ফলে দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোম্পানি কোনও একজন ব্যক্তির নয়, দেশবাসীর'। 


আরও পড়ুন: ZEEL-এ Invesco-র দখলদারির চেষ্টায় রুষ্ট সাধু সমাজ, জাতি ও ধর্মের প্রতি Subhas Chandra অবদানের প্রশংসা


এদিকে দেশের সাধু সমাজ, একাধিক ধর্মগুরু ও  সামাজিক সংগঠনগুলি যখন জিলের পাশে থাকার বার্তা দিয়েছে, তখন জি এন্টারটেইনমেন্টকে (ZEEL) বেআইনিভাবে দখল করার পরিকল্পনায় ধাক্কা খেয়েছে ইনভেসকো (Invesco)।  ZEEL-র আবেদনের শুনানিতে NCLAT জানিয়েছে, জবাব দাখিল করার জন্য জিলকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এটা সুবিচারের নিয়মবিরুদ্ধ। এজন্য জি এন্টারটেইমেন্টকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। এবার বোর্ড মিটিং-এ Invesco-র দ্বিচারিতার পর্দাফাঁস করলেন খোদ CEO পুনীত গোয়েঙ্কা। এদিন বোর্ড মিটিং-র রীতিমতো পরিসংখ্যান দিয়ে বললেন, জি এন্টারটেইমেন্টের (ZEEL) সঙ্গে সোনি পিকচার্সের (SPNI)  সংযুক্তিকরণের  নয়া সংস্থা যদি বিনিয়োগের মধ্যস্ততাকারী সংস্থাকে যদি ৩.৯৯ শতাংশ শেয়ার দেওয়া হত, তাহলে Zee-র বিনিয়োগকারীরা ১০ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তেন। শুধু তাই নয়, নয়া সংস্থার তাঁকে MD & CEO পদে নিয়োগ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)