নিজস্ব প্রতিবেদন: ভারতের মহাকাশ গবেষণায় ছন্দপতন। পিছিয়ে গেল ভারতের চন্দ্রযান অভিযান। এমনটাই জানাল ইসরো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই চন্দ্রাভিযান ছিল ভারতের তৃতীয় মিশন। ভারতের এই 'মিশন টু মুন' আপাতত স্থগিত রাখা হল। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) উৎক্ষেপণ হবে সম্ভবত ২০২২ সালে। এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন ইসরো (Indian Space Research Organisation/ISRO) প্রধান কে শিবান (K Sivan)।


আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে পদত্যাগ পুদুচেরির মুখ্যমন্ত্রীর


লকডাউনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organisation) একাধিক প্রকল্প ধাক্কা খেয়েছে। এর মধ্যেই একটি হল এই চন্দ্রযান-৩। চলতি বছর শেষের দিকে এই চন্দ্রযান-৩ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তা করা সম্ভব হচ্ছে না। 


সম্ভবত গগনযানেরও (Gaganyaan) মহাকাশে যেতে বিলম্ব হবে। পূর্বসূরীদের মতো চন্দ্রযান-৩-এর কোনও অরবিটার থাকবে না। যে অরবিটার চন্দ্রযান ২-তে ব্যবহার করা হয়েছিল সেটিই ব্যবহার হবে নতুন এই চন্দ্রযানে। দ্বিতীয় চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছিল। ফলে এবার ইসরোর মূল লক্ষ্য তৃতীয় এই চন্দ্রাভিযানকে সফল করা। প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর অবতরণের সময় চাঁদে আছড়ে পড়ে ভেঙে গিয়েছিল 'বিক্রম'।


আরও পড়ুন: ছ'মাসের জামিনে মুক্ত ভারাভারা রাও