জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিলাসপুর জেলা পুলিস ৫ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিলাসপুর সফরের কভারেজের জন্য গণমাধ্যমকর্মীদের চারিত্র যাচাইয়ের জন্য অনুরোধ করে। যদিও সেই চিঠিটি প্রত্যাহার করা হয়েছে। জানানো হয়েছে যে চিঠিটি অসাবধানতাবশত জারি করা হয়েছিল। এই ঘটনা বুমেরাং হতে পারে বুঝতে পেরে বিলাসপুর পুলিস এটি ফিরিয়ে নেয় এবং স্পষ্ট করে জানিয়ে দেয় যে চিঠিটি প্রত্যাহার করা হয়েছে। তারা বলেছে যে DPR এবং DPRO দ্বারা সুপারিশ করা সকলকে পাস দেওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

DGP সঞ্জয় কুন্ডু টুইট করেছেন, “৫ অক্টোবর প্রধানমন্ত্রীর হিমাচল প্রদেশ সফর কভার করার জন্য সমস্ত সাংবাদিককে স্বাগত জানাই৷ হিমাচল প্রদেশ পুলিস তাদের কভারেজের সুবিধা দেবে। যেকোনও অসুবিধার জন্য দুঃখিত’।


২৯ সেপ্টেম্বর অল ইন্ডিয়া রেডিও (এআইআর) এবং দূরদর্শন সহ সরকারি মিডিয়া ছাড়াও প্রিন্ট, ডিজিটাল এবং টেলিভিশনের মিডিয়াকর্মীদের কাছ থেকে চারিত্র যাচাইয়ের জন্য চিঠিটি একটি বিতর্কের জন্ম দিয়েছিল। মিডিয়াকর্মীদের কাছ থেকে প্রশ্ন ছড়িয়ে পড়ে চারিদিকে।


 পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


বিজ্ঞপ্তিতে জেলা জনসংযোগ আধিকারিককে (ডিপিআরও) সমস্ত প্রেস সংবাদদাতা, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং দূরদর্শন এবং এআইআর-এর দলগুলির একটি তালিকা "তাদের চরিত্র যাচাইয়ের একটি শংসাপত্র’ সরবরাহ করতে বলা হয়েছিল। এর পরে বিলাপসুরের ডিপিআরও সাংবাদিকদের সরকারী পরিচয়পত্র গ্রহণ করার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন বলে জানা গিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চরিত্র যাচাইয়ের শংসাপত্রটি ১ অক্টোবর ২০২২ এর মধ্যে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস, সিআইডি, বিলাসপুরের অফিসে সরবরাহ করতে হবে। সমাবেশ অথবা সভায় তাদের প্রবেশাধিকার এই অফিস দ্বারা সিদ্ধান্ত নেওয়া হবে’।


সাধারণত ভিভিআইপি প্রোগ্রামগুলি কভার করার জন্য ডিপিআর এবং ডিপিআরও-এর সুপারিশে পুলিস পাস জারি করে এবং প্রথমবার তাদের চরিত্রের শংসাপত্র চাওয়া হয়েছিল। আগামীকাল বিলাসপুর ও কুল্লু সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)