নিজস্ব প্রতিবেদন: বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে এ বছরের মতো চারধাম যাত্রা (Chardham Yatra) বাতিল করে দিল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt)। আগামী মাসেই চারধাম যাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) সাফ জানালেন, কোভিড অতিমারির মধ্যে যাত্রা করা অসম্ভব। যদিও পুরোহিতদের জন্য রীতি মেনে  রোজ পূজা-অর্চনায় মন্দির খোলা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'আমার ছেলেটা মরতে বসেছে, Remdesivir চাই', CMO-র পায়ে পড়ে কাতর অনুরোধ মায়ের



হিমালয়ের কোলে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী হল চারধাম যাত্রার তীর্থক্ষেত্র। বলাই বাহুল্য, বহু মানুষের সমাগম হয়। কিন্তু দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণের গণ্ডি ছুঁয়েছে ৩ লক্ষ ৮০ হাজারের ঘর। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন করোনায়। গোদের উপর বিষফোঁড়া অক্সিজেন সঙ্কট। কিন্তু কুম্ভ (Kumbh 2021) থেকে শিক্ষা নিয়ে এবার করোনা আবহে বাতিল করা হল চারধাম যাত্রা। এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার মানুষ। এরমধ্যে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০৯ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার মানুষ।