জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপির ভোট জয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়-- কোনওটা নিয়েই আর তত আত্মতুষ্ট থাকার মতো পরিস্থিতি নেই বলে বলল খোদ আরএসএস! রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএসের) পত্রিকা 'অর্গানাইজার'-এর মে মাসের সংখ্যায় পত্রিকার সম্পাদক প্রফুল্ল কেতকর এক কলামে লিখেছেন, কর্ণাটক নির্বাচনে হারের পরে ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে মতবিনিময় জরুরি। তিনি স্পষ্ট লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমোহিনী চরিত্র বা হিন্দুত্ববাদী আদর্শ ২০২৪ সালের লোকসভা নির্বাচন জেতার জন্য আর যথেষ্ট নয়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Cyclone Biparjoy: ধেয়ে আসছে ভয়ংকর 'বিপর্যয়'! ঝড়ের হাত ধরে বাংলায় কি বর্ষা এগিয়ে আসছে?


প্রফুল্ল কেতকর লিখেছেন-- পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য বিজেপির পক্ষে এটাই সঠিক সময়। দৃঢ় নেতৃত্ব এবং আঞ্চলিক স্তরে কাজ ছাড়া শুধু প্রধানমন্ত্রীর ক্যারিশমা এবং হিন্দুত্ববাদের আদর্শ দিয়ে কাজ হবে না। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই ইংরেজি পত্রিকাটির সম্পাদকদের মধ্যে একদা ছিলেন ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানির মতো ব্যক্তিত্বও। 'অর্গানাইজার' মূলত আরএসএস-এর চিন্তাভাবনাকেই প্রকাশ করে বলে মনে করা হয়।


প্রফুল্ল কেতকর নিরপেক্ষ ভঙ্গিতে কর্ণাটকে বিজেপির পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন-- প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একটি রাজ্যের নির্বাচনে বিজেপিকে দুর্নীতির প্রশ্নে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে হল। কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধিতার যে হাওয়া বইছে, সেটাও বিজেপির পক্ষে যে ক্রমে উদ্বেগের একটা বিষয় হয়ে উঠছে, সেটা নিয়েও আলোকপাত করেছেন প্রফুল্ল।


আরও পড়ুন: Coromandel Express Accident: 'ডেডলাইন মিস করে হেডলাইনে থাকার চেষ্টা'! বিজেপি'কে দুষলেন জয়রাম রমেশ...


বিজেপি বরাবরই হিন্দুত্ববাদ দিয়ে গোটা দেশের সমাজ-সংস্কৃতিকে ব্যাখ্যা করতে চায়। সেটা কতটা ঠিক হচ্ছে তা নিয়েও ঘুরিয়ে একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই লেখাটিতে। সমাজ ও রাজনীতির বিশ্লেষকেরা হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সঙ্গে সঙ্গে একটি বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করেছিলেন আজ থেকে এক দশক আগেই। তাঁরা বলেছিলেন, ভারতের মতো একটি দেশের বহু ভাষা ও বহু সংস্কৃতিকে হিন্দুত্ববাদ নামক কোনও একটিমাত্র ছাতার নীচে আনার চেষ্টাটা ঠিক হবে না, উল্টে এই চেষ্টা দেশে নতুন করে আঞ্চলিকতাবাদের জন্মও দিতে পারে। দেখা যাচ্ছে, 'অর্গানাইজারে'র হালের লেখায় কার্যত সে কথাই স্বীকার করে নেওয়া হচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)