ওয়েব ডেস্ক: আশঙ্কার থেকে বেশি শক্তি নিয়ে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ভরদা। আর তার জেরেই লন্ডভন্ড হয়েছে তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচলও। চেন্নাইগামী বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। দুর্যোগের মধ্যেই ট্রেনে আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। তাণ্ডবের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ডিজিটাল লেনদেনে আজ মধ্যরাত থেকেই কম দরে পেট্রল-ডিজেল


ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বিমান পরিষোবাও। বন্ধ করে দেওয়া হয় চেন্নাই বিমানবন্দর। চেন্নাইগামী উড়ানগুলিকে বেঙ্গালুরুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়। আজ সকালে খুলল চেন্নাই বিমানবন্দর।


আরও পড়ুন  মেসিকে ছাপিয়ে এবার বর্ষসেরা ফুটবলার হলেন রোনাল্ডো