ওয়েব ডেস্ক:  শোলে সিনেমায় বীরুর ভূমিকায় ধর্মেন্দ্রর সেই আত্মহত্যার হুমকির দৃশ্যটার কথা মনে পড়ে? অনেক উঁচু একটা জলের ট্যাঙ্কে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন ধর্মেন্দ্র। দাবি ছিল বাসন্তীর সঙ্গে তাঁর বিয়ে দিতে হবে। ২০১৪ এসে বীরুদের আত্মহত্যার হুমকি দেওয়ার কায়দাটা একই আছে, শুধু জায়গাটা বদলে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চেন্নাইয়ের এক ব্যক্তি একেবার শোলের বীরুর কায়দায় মোবাইল টাওয়ারের ওপর উঁচু জায়গায় দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিলেন। জসংলাপগুলো একেবারে এক। দাবিটা অবশ্য কিছুটা আলাদা। চেন্নাইয়ের ৩৩ বছরের ব্যক্তি সেলভান হুমকি দেন, স্ত্রীকে তাঁর কাছে ফিরে আসতে হবে, তা না হলে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।


ঝগড়ার পর থেকে গত দু বছর ধরে সেলভানের স্ত্রী মেরি আলাদা জায়গায় থাকেন। ক দিন আগেই মেরির কাছে গিয়ে সেলভান তাঁর বাড়িতে ফিরে যেতে অনুরোধ করে। সেই অনুরোধ ফিরিয়ে দেন মেরি। এরপর শ্বাশুড়ির কাছে যান সেলভান। সেখানে গিয়েও লাভ হয়নি, তাই একেবারে সটান মোবাইল টাওয়ারের ওপর উঠে আত্মহত্যার হুমকি। তবে হুমকিতেও চিড়ে ভিজল না, মেরি এখনও সেলভানের কাছে ফিরে যেতে রাজি নয়। এখানে জয় থাকলে হয়ত সুবিধা হত।